থাকতে নেই ওসব স্বামীদের শাষণের বেড়াজালে
যেমন চাবেন তারা চলবে তেমনটি
মরেছতো বিবেকহীণ সমাজের বাঁধনে
সত্যি মানুষ আর মুক্ত মন কোথা মিলবে ?
চারিদিকের অন্যায় আর অবিচারে
কি শিক্ষিতে কি মূর্খে!
সবেতেই সমান চাল চলন
সেকাল আর একাল সবকাল একাকার
বিষক্রিয়ায় যুবুথুবু নারীর আাপাদমস্তক
মনুষত্বের বালাই নেই চিন্তা-চেতনায়
যেন বর্বর যুগের কেনা দাসী তারা
সহ্য আর নির্যাতনেই কাটাবে কাল
আত্মমর্যাদার থাকতে নেই বালাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।