B.A এর অর্থ Bachelor of arts আমরা সবাই জানি। অথচ শুরুতে এর অর্থ ছিল Begginer মানে জানে কম । Bachelor এর উৎপত্তি আরেক ল্যাটিন শব্দ Baccalaris থেকে যার মানে one who cares the cow অর্থাৎ যার গরুর জন্য মমতা আছে! Bless শব্দটির রয়েছে নানাবিধ ব্যবহার। আশীর্বাদ করা কারো সুখ কামনা করা ইত্যাদি। পুরনো ভাষার ইংরেজি শব্দ Bletsian থেকে এটি এসেছে যার অর্থ রক্ত দিয়ে ছিটিয়ে দেয়া! ভাবুন ক কোথায় রক্ত আর কোথায় আশীর্বাদ!।Button শব্দের অর্থ বোতাম। মধ্যযুগে Button এর বানান ছিল Boton অর্থ ছিল মুকুল কুড়ি কলি ইত্যাদি।Book শব্দটি এসেছে old tuetonic word ''boc'' থেকে যার অর্থ সমুদ্রতীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।