ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
শব্দের ঈশ্বর
(শামসুর রাহমানকে)
-আবু মকসুদ
আলোর যাত্রী ছিলে, আলো ছিল ঝুড়ি ঝুড়ি ভরা
ম্যাজিক লন্টন ছিল, বর্ণ ধ্বনির অজস্র ঘড়া
ছেড়ে গেলে নশ্বর দেহ, এখনও ঘড়ি বাধা দিন
বেলাভূমে জলের ঢেউ, মুছে যায় বালি ঘর চিন্
যে মাঠে চাঁদের হাঁটা, সেই মাঠের আলোর পথিক
পাখিকথা শুনা যায়, সাত তার বাধা আছে ঠিক
গৃহস্হালী ঠিকই আছে, মাঝ পথে ডুবে গেছে স্বর
উল্টেছে চায়ের পেয়ালা, কোথা তুমি শব্দের ঈশ্বর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।