লিবিয়ায় বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের যোগাযোগের ঠিকানা :
ভবন নং-৭, কক্ষ নং-৪১৮,
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
ফোন নম্বর-৭১৬৮৬০৬।
মোবাইল নম্বর-০১৯১৪-৮৭১১১৮, ০১৫৫২৩৬৮৫৫১, ০১৮১৯-২৬২১৭৫,
ফ্যাক্স-৭১৬০৬৮৮।
গত তিন ধরে চেষ্টা করার হচছে টেলিফোন / মোবাইল রিং হলে ও কেউ ফোন রিসিভ করছে না ।
৭ দিন ধরে অনাহারী মানুষ , মরন ভয়ে ভীত তাদের উদ্ধারের কোন উদ্দোগ না থাকলেও, যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার ফোন এ রিং হলেও কেউ রিসিভ করছে না ।
০১৮১৯- ২৬২ ১৭৫ নম্বরটিতে একাধিকবার ফোন দিলে তা সুইচ করে দেওয়া হয় ।
আটকা পড়া বাংলাদেশিরা কি অবস্থায় আছে তা সরকার না জানলে ও তাদের পরিবার জানে কি সীমাহীন কষ্টে দিন অতিবাহীত হচ্ছে।
টেলিফোনে আলাপ কালে চুয়াডাংগার আলমগীর সিকদার নামে একজন বলছিলেন ঃ
৪ চার দিন ধরে অনাহার অবস্থায় আছেন । আলমগীর সিকদার সহ আরও ১২০০ শ্রমিক একটি ক্যাম্পে আছেন।
চার দিন ধরে খাবার শেষ এমনকি খাবার পানির মজুদ ও শেষ। তারা ট্যাংকের পানি খাচ্ছিলেন সেই পানি ও ৩০ ঘন্টা আগে শেষ।
মোবাইল নেট্ওয়ার্ক সমস্যা জর্জিরত। ঠিকমতো কথাও বলা যাচ্ছে না । মাঝে মাঝে কথা বলা গেলেও বর্তমানে চার্জ শেষ ।
মোবাইল এ পূনরায় চার্জ করা যাচ্ছে না ইলেকট্রিসিটি নাই।
তাদের খোজ খবর কিভাবে নিবে পরিবার পরিজনেরা ???
ভোগান্তির কন্ট্রোল রুম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।