আমাদের কথা খুঁজে নিন

   

আয়ারল্যান্ড এর সাথে জয়ে উল্লাসের কি আছে?



আজকে বাংলাদেশের প্রথম জয়! জিতেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড হাড়েনি!! সমান পাল্লায় লড়েছে। নিজ মাঠে আমাদের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ ছিল চোখে পড়ার মত। আইরিশ মিডিওকার বোলিং এর সামনে বালির বাধের মত ভেঙ্গে যায় টাইগার দের ব্যাটিং লাইন আপ। জয়ে বোলিং যত না ভালো হয়েছে তার চেয়ে বেশী টীম স্পিরিট ই দলকে জিতিয়েছে। নায়াল ও'ব্রায়ান এর উইকেট টা ছিলো ম্যাচের টারনিং পয়েন্ট।

তাতে সাকিব এর বোলিং এর চেয়ে ফিল্ডিং এর ভুমিকা বেশি ছিল। এমনিতে বাংলাদেশের ফিল্ডিং এর খুব সুনাম নেই। আজকে দুর্দান্ত ফিল্ডিং করেছে পুরো দল তার কারন মূলত টীম স্পিরিট। ভারতের কাছে পরাজয়ের পর সফিউল এর কর্তব্য ছিলো নিজেকে প্রমানের সেই কাজ বেশ ভালো ভাবেই করেছে সে। আয়ারল্যান্ড এর সাথে জয়ে উদ্বেলিত দেশ।

পুরো দেশ ভাসছে আনন্দের বন্যায়। নিঃসন্দেহে নিজেদের বিশ্বকাপ যাত্রা টিকিয়ে রেখেছে বাংলাদেশ দল। এর থেকে বেশী কিছু নয়। একটু এদিক সেদিক হলেই শোকে ভাসতো পুরো দল। হয়ত কিছু প্লেয়ার কে গালাগালিও করা হত।

উদ্ধার করা হত দলের চৌদ্দগোষ্ঠীর! এর পাশাপাশি চলত সিডন্সের মুন্ডুপাত। আমি খুশি কিন্তু উল্লসিত নই! আয়ারল্যান্ড কে এমনিতেই হারাবে বাংলাদেশ এটাই স্বাভাবিক! দশ বছর হল টেস্ট প্লেয়িং নেশন আমরা। সব বড় দলকেই হাড়িয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের রেকর্ড ও আছে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে। আর আয়ারল্যান্ড বড় ম্যাচ খেলার তেমন সুযোগ ও পায় না ঠিক মত।

কোয়ার্টার ফাইনালে যেতে হবে বাংলাদেশ দলকে। এই জন্য হারাতে হবে একটি বড় দলকে। সেখানে পরিক্ষা হবে আরও কঠিন! ভালো খেলতে পারলে আরোও দূর যাওয়া অসম্ভব নয়। সেহ্বাগের উদ্ধত জবানের উত্তর দেয়া জরুরী! ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই- দেখা হবে সেমিতে!! তাদের মাটিতেই হারিয়েই প্রতিশোধ নেয়া দরকার। কাউকে নির্দিষ্ট করে নয় পুরো বাংলাদেশ দলকেই শুভ কামনা।

আরেকটি কথা বলা দরকার সেইফ হবার পর এটি আমার প্রথম পোস্ট। মডুকে অশেষ ধন্যবাদ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.