শিলাদের উদোম নৃত্য, লুল বাঙালী কোমরের ঝাকি দেখবার সুযোগ পাইছে এইবার কোন পর্দায় নয়, সরাসরি খালি চোখে। লুল ঝরাইবার জন্য বাঙালী লাখ-লাখ, হাজার-হাজার টাকা ঢালতে উম্মুখ হয়ে আছে। ফাকে ডেসটিনি মজা লুটবে। আসলে রফিক আমিন একখান মাল বটে, হাদা-ভোদা বাঙালীর পকেট থেইকা ক্যামনে টাকা বাইর করতে হবে তা খুব ভাল করে জানে। চোক্ষে ধান্ধা ধরাইয়া দিছে এক্কেবারে।
টাকা পাচার হইব বিদেশে, টাকা কামাইব রফিক আমিন আর মারা খাইব লুল বাঙালী।
এসবের মধ্যেও সরকারকে ধন্যবাদ জানাই, আজ থেকে আমরা অফিসিয়াল ভাবে বড়সড় পরমানু প্রযুক্তির যুগে প্রবেশ করলাম। হ্যা, রাশিয়ার সাথে পরমানু চুক্তি হয়ে গেছে। খবর এখানে
আমাদের দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে। পাওয়ার সোর্সে সয়ংসম্পূর্ণ হলে আমরা নিজেরাও সহজে সয়ংসম্পূর্ণ হতে পারবো।
আসুন ধন্যবাদ জানাই সরকারকে। আরও ধন্যবাদ জানাব আমরা, যদি তা খুব তাড়াতাড়ি শুরু করা যায় এবং সেখান থেকে যদি সরকারের কেউ কমিশন না খায় তবে। তাই আসুন আমরা ট্রাই নেশন বিগ শো'র মাধ্যমে ক্রিকেটকে সেলিব্রেট করার ভেলকি খেলায় না মজে সেলিব্রেট করি আমাদের নতুন দিনের। এতে অন্তত হাজার কোটি টাকা দেশের বাইরে যাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।