শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উত্তেজিত ব্যবসায়ীরা হামলা করে। গতকাল দুপুর দেড়টায় ভোজেশ্বর বাজারের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। উত্তেজিত ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদসহ আদালতের ৯ ব্যক্তিকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা জেলা প্রশাসনের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপু মণ্ডল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ভোজেশ্বর বাজারে যান। সংবাদ পেয়ে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ভোজেশ্বর বাজারের দক্ষিণ প্রান্তের রাসেল ফার্মেসির মালিক রাসেল চৌকিদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।