আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মত নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি বাঘকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া: বাংলাদেশের বন্যপ্রাণী ইতিহাসের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
২০ তারিখ সকালে সকালে অফিসে এসেই যে খবরটা শুনে চমকে গেলাম যে আমাদের বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের কর্মীরা গ্রামে ঢুকে পড়া একটি বাঘকে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এ খবরটা শুনে খুব খুশি হলাম কিন্তু কিছুক্ষণ পর পর বিভিন্ন জায়গা থেকে আসা ফোন উত্তর দিতে আমাদের অফিসের সিনিয়র গবেষক সুপ্রিয় চাকমা ও সুন্দরবন টাইগার প্রজেক্টের সহকারী কর্ডিনেটর আশরাফুল ভাইয়ের প্রচণ্ড ব্যস্ততা দেখে বুজলাম বাঘটাকে সফলভাবে তাঁর নিরাপদ স্থানে না ছাড়তে পাড়লে আমাদের উপর ভয়াবহ চাপ আসবে। আমাদের প্রধান নির্বাহী ড. আনোয়ারুল ইসলাম সহ সবার মধ্যে টান টান উত্তেজনা কিছুক্ষণ পর পর সুন্দরবনের টিমের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা। এদিকে বাংলাদেশের প্রায় সবকটি দৈনিকে খবরটা চলে এসেছে। তবে আমরা সবাই খুব আশার মধ্যে ছিলাম কারণ তখন সেই বাঘের ঘটনার স্থলে ছিলেন স্বয়ং আমাদের সুন্দরবন টাইগার প্রজেক্টের ম্যানাজার ড. এডাম বারল এবং ক্রিস্টিনা গ্রিনউড এবং তারা খুব ভালভাবে সব কিছু ব্যবস্থাপনা করছেন।

এডাম বারল একজন ভাল বাঘের বিজ্ঞানী এবং তিনি আমেরিকার মিনিসটা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সুন্দরবনের বাঘের উপর পিএইচডি করেছেন এবং জুওলজিকাল সোসাইটির প্রতিনিধি হিসাবে বাংলাদেশে সুন্দরবন টাইগার প্রজেক্ট বাস্তবায়ন করছেন। অবশেষে রাতে সুখবর আসল যে বাঘটি সফলভাবে তাঁর নিরাপদ স্থান বনে স্থানান্তর করা হয়েছে। এরপর শুধু অপেক্ষা সেই মুহূর্তের ছবি গুলি দেখার। সুন্দরবনের গভীর অরণ্য থেকে খুলনা আমাদের টাইগার হাউজ হয়ে ঢাকা আসতে ড. এডাম বারল এবং ক্রিস্টিনা গ্রিনউড এর দুইদিন লেগে গেল। আজ দুপুরে তারা ঢাকায় আসল এবং কিছুক্ষণ পূর্বে প্রোজেক্টরের মাধ্যমে সেই ছবি গুলি সবাই দেখলাম।

ঘটনা: কদমতলা এলাকা দিয়ে চুনো নদী পার হয়ে একটি বাঘ ১৯ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাধুপাড়ায় ডুকে পড়ে। এতে সুন্দরবন তীরবর্তী মুন্সীগঞ্জের কদমতলা ও আশপাশের এলাকায় চরম আতংক দেখা দেয় এবং মাইকে জানিয়ে দেওয়া হয়। এতে বাঘ সহ মানুষের জীবনও বিপন্ন হওয়ার আসঙ্খা দেখা দেয়। গ্রামবাসী ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভি টি আর টি) খবর দেয়। উল্লেখ্য সুন্দরবনের আশেপাশের গ্রাম গুলতে বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের সুন্দরবন টাইগার প্রজেক্টের মাধ্যমে গ্রাম টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছিল তারা বাঘ সম্পর্কিত যে কোন ঘটনা প্রাথমিক ভাবে সামাল দেয় ও ফরেস্ট টাইগার রেসপন্স টিমকে (এফ টি আর টি) জানায়।

বাঘের এই ঘটনাটি ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা ফরেস্ট টাইগার রেসপন্স টিমের আলম হাওলাদারকে ফোন করে জানালে কিছু সময়ের মধ্যে বাংলাদেশ বন বিভাগের কর্মীরা ও বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। বাঘের পায়ের ছাপ দেখে বাঘের অবস্থান নির্ণয় করে রাত প্রায় ২টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের কর্মী মিজান বাঘটিকে ঘুম পাড়ানি ঔষধ দিয়ে গুলি করে অচেতন করতে সক্ষম হন। গ্রামবাসীদের হাত থেকে বাঘটিকে বাচাতে ও পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ ও বর্ডার গার্ড সদস্যদের ডাকা হয়। বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু নাসের এম হোসাইন সরকারী পর্যায়ে বাঘ অচেতন করার অনুমতি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করেন। পরে বাঘটিকে নৌকায় করে গভীর বনের পাশে নিয়ে আসা হয় এবং নৌকার খোলের মধ্যে রেখে অচেতন বাঘটিক সেবা ও মনিটরিং করা হয়।

সারাদিন নানারকম মনিটরিং শেষে বাঘটি রাতে নৌকার খোল ছেড়ে বনে আশ্রয় নেয় ও সব অপেক্ষার অবসান হয়। উল্লেখ্য গতবছর গ্রামে চলে আসায় গ্রামবাসীর হামলায় তিনটি বাঘ প্রাণ হারিয়েছিল তাই এই বাঘটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া অবশ্যই একটি ভাল ও সচেতনমুলক ঘটনা। গত কয়েকদিনের শীর্ষস্থানীয় কিছু পত্রিকার নিউজ লিংক ১। লোকালয়ে বাঘ, আতঙ্কিত গ্রামবাসী 2. সুন্দরবনের বাঘ লোকালয়ে, গ্রাম জুড়ে আতংক 3. লোকালয়ে আটক বাঘ সুন্দরবনে ফেরত 4. লোকালয়ে আসা বাঘকে প্রথমবার জীবিত ফিরিয়ে দেওয়া হলো বনে 5. জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই: বাঘের বনে ফেরা 6. Tiger caught alive, set free in forest 7. Bangladesh tiger freed into wilderness near Sundarbans 8. First for Bangladesh as circled tiger is immobilised before being released back into wild ধন্যবাদ সবাই ভাল থাকবেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.