অনেক দিন থেকে ভাবি সামহোয়ার ইন ব্লগে একটা কিছু লিখবো। কিন্তু সাহস হয় না। লিখতে চাওয়ার কারন ও খুবই সাধারন। মানুষের সুন্দর সুন্দর লেখা পড়ে মাঝে মাঝে একটু অভিনন্দন জানাতে ইচ্ছা করে, কিন্তু নিজেকে লেখক প্রমান করতে না পারলে মন্তব্য গ্রহনযোগ্য ধরা হয় না এখানে।
কিন্তু লিখব টা কি? সময় সময় মনে নানা কথা যে খেলা করে না তা, কিন্তু এরকম ভাবগুলা আসে বড় বেসময়ে, যখন হাতের কাছে কীবোর্ড নাই।
যখন যখন বসে আছি ত্যাগ করার আসনে বা গুরু মহাশয়ের সামনে। বুদবুদের মত ভাবনা আসে, আবার ফুটুশ্ করে ফেটে যায়। আজ ভাবলাম লিখেই ফেলি।
লিখতে বসার আরেকটা কারন, লেখার আনন্দ ফিরে পাওয়া। আসলে বাংলায় লেখার আনন্দ ফিরে পাওয়া।
কতদিন বাংলা লিখি নাই। আহা আমার প্রিয় ভাষা, কতদিন তার সাথে খেলি নাই। আজকাল কথায় কথায় ফট্ করে ইংরেজি শব্দ ঢুকে যায়, অনেক ভেবেও বাংলা পরিভাষা মনে করতে পারি না, মনে হয় নিজের গালে নিজেই দুখানা চটকানা লাগাই। নিজের মাঝে বাংলাকে লালন করার অভিলাষ নিয়ে শুরু করলাম। আশা রাখি বাংলার চর্চাতে নিজেকে নতুন করে খুঁজে পাব।
পুনশ্চঃ কেউ যদি এই লেখা পড়েন, তাহলে একটু বানান ভুল গুলা শুধরে দিবেন দয়া করে। অনেক গুলো বানান নিয়ে দ্বিধায় আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।