নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নির্দেশনায় প্রথমবারের মতো ক্যামেরার সামনে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় একটি ডকুমেন্টারি নির্মাণে এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা। টাঙ্গাইলের ধনবাড়ীতে এর শুটিং শেষ করে শুক্রবার ঢাকা ফিরেছেন জ্যোতি। এ বিষয়ে তিনি জানান, ডকুমেন্টারিটি মূলত সেভ দ্য চিলড্রেনের একটি কাজ। এর গল্পে একজন ফুটবল খেলোয়াড়ের জীবনের সঙ্গে একটি মাদকাসক্ত দলের সম্পর্ক দেখানো হয়েছে।
জ্যোতি বলেন, ডকুমেন্টারিতে ওই খেলোয়াড়টির সঙ্গে আমার সম্পর্ক থাকে। এক পর্যায়ে আমিই তাকে বিপদ থেকে উদ্ধার করি। আফজাল ভাইয়ের পরিচালনায় সমাজ সচেতনতাবিষয়ক এ ডকুমেন্টারিতে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। বিচিত্র ধারার এই ডকুমেন্টারিটিতে জ্যোতির বিপরীতে খেলোয়াড় চরিত্রে অভিনয় করেছেন মুনির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।