প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করেছেন। এটা তাদের প্রথমবারের মতো বৈঠক।
এর আগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নেন মিয়ানমার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে পার্লামেন্ট ভবনে গেলে দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, শান্তিতে নোবেল বিজয়ী সু চির সঙ্গে সাক্ষাৎ হয়।
কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সু চি তার কার্যালয়ের ভেতরে নিয়ে যান। এরপর পার্লামেন্টের বৈঠকে বসেন দুই নেতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।