আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মতো 'শিরোনামহীন'

১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছে শিরোনামহীন ব্যান্ডদল। ১১ মার্চ শুরু হবে আট দিনের এই সংগীত সফর। এ প্রসঙ্গে শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়া জানান, শ্রীলঙ্কার কলম্বোয় তারা দুটি আর গলে তিনটি কনসার্টে গান করবেন। এই সফরের আয়োজন করেছে বাংলাদেশের লাইভ স্কয়ার। তিনি আরও বলেন, 'আমরা দেশে বিভিন্ন কনসার্টে যেভাবে অংশ নিই, শ্রীলঙ্কার এই সফর তা থেকে একটু আলাদা হবে।

এই যেমন_ আমি বেস গিটার বাজাই। কিন্তু শ্রীলঙ্কায় বেস গিটারের পাশাপাশি সরোদ আর চেলো বাজাব। শাফিন ড্রামসের দায়িত্বে। পাশাপাশি তিনি সেখানে সরোদ আর বাঁশি বাজাবেন। এমনি কিছু নতুনত্ব থাকবে।

পরে দেশেও আমরা এভাবে গান করার পরিকল্পনা করছি। '

জিয়া আরও জানান, এখন থেকে তারা ব্যতিক্রমধর্মী এমন পারফরম্যান্স করার ইচ্ছে রয়েছে। সেটা শুধু বিদেশে নয়, দেশের মাটিতেও। গানে বৈচিত্র্য আনার জন্য এ সিদ্ধান্ত।

শ্রীলঙ্কায় আট দিনের সংগীত সফরে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি শিরোনামহীন রবীন্দ্রসংগীতও পরিবেশন করবে।

আর এই সফরে অংশ নিচ্ছেন দলটির সব সদস্য।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.