এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ‘জি’ গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয় বসনিয়ার। লিশটেনস্টাইনকে ২-০ গোলে হারানো সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের পয়েন্ট সমান ২৫ হলেও গোল পার্থক্যে বসনিয়া এগিয়ে যায়।
গ্রুপ রানার্সআপ গ্রিসকে আগামী বছরের বিশ্বকাপের টিকিট পেতে হলে প্লে-অফ খেলতে হবে।
প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী সারায়েভোসহ দেশটির বিভিন্ন শহরে উৎসবে মেতে উঠে মানুষ। রাস্তায় নেমে আসে অনেকে।
পোড়ানো হয় আতসবাজি।
গত কয়েকবার অল্পের জন্য চূড়ান্ত পর্বের সুযোগ হাতছাড়া করা বসনিয়াকে আরেকটি প্লে-অফের দিকে নিয়ে যাচ্ছিল লিথুনিয়ার জমাট ডিফেন্স। ‘চীনের প্রাচীর’ মতো ছিলেন গোলরক্ষক জিদেরিয়াস আরলাউসকাস। অবশেষে ৬৮ মিনিটে অতিথিদের উৎসবে মাতিয়ে তুলেন ভেদাদ ইবিসেভিচ।
কৃতিত্ব কম বসনিয়ার গোলরক্ষক আসমির বেগোভিচেরও।
শেষ কয়েক মিনিটে অতিথিদের ওপর মারাত্মক চাপ তৈরি করলেও বেগোভিচের দৃঢ়তায় সমতাসুচক গোলটি পায়নি স্বাগতিকরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।