সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর ইউনিয়নে জামতৈল গ্রামের ১৬৮ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। আজ সকালে মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ নতুন সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, বিএনপি সরকারের আমলে ৩২শ’ ৪০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ছিল। তা বেড়ে মহাজোট সরকার ৬৭শ মেগাওয়াটে উন্নীত করেছে। আগামী ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত্ পৌছে দেয়া হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ জানান, ২৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে উপজেলার জামতৈল গ্রামে ২.৪৫ কিলোমিটার নতুন বিদ্যুত্ লাইন স্থাপন করা হয়। এ লাইন থেকে ওই গ্রামের ১৬৮ জন গ্রাহককে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।