বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার ও বসুন্ধরা বংশী পাড়ায় রবিবারের হরতালের সমর্থনে মিছিল করেছে জামাত-বিএনপি কর্মীরা।
আজ সন্ধা সাড়ে সাড়েটার দিকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মিছিল থেকে বেশ ক'টি ককটেল বিস্ফোরন ঘটনো হয়। বিক্ষোভকারীরা বসুন্ধরা বংশীপাড়ায় ১০টি দোকানপাট ভাংচুর করে এবং মফিজের মনোহারী, রহমান সু-স্টোর ও জাহাঙ্গীরের চা-স্টলে লুটপাট করে।
এ সময় আ'লীগের লোকজনও লাঠিসোঠা নিয়ে পাল্টা অবস্থান নেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে জামায়াত-বিএনপির লোকজন পালিয়ে যায়। এছাড়াও মুকুন্দগাতী বাজারে ২টি মালবোঝাই ট্রাক ভাংচুর করে ও বাজারের মধ্যে আতংক সৃষ্টি জন্য ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, বিক্ষোভকারীরা পুলিশ আসার আগেই ক'টি দোকান ভাংচুর ও ককটেল বিস্ফোরন করে পালিয়ে যায়।
অপরদিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার লক্ষী সিনেমা হলের সামনে, কালিবাড়ি-গোশালায় যুবদলের কর্মীরা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরন ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে মিছিলকারীরা পালিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।