সিরাজগঞ্জে ফরিদুল ওরফে তমছের নামে এক ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ডাকাতিকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাতের ছোট বউ রাশিদা খাতুনকে (২২) আটক করেছে বেলকুচি থানা পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত প্রত্যন্ত চর বংখুরী গ্রামের সোহরাব আলীর ছেলে কুখ্যাত ডাকাত শহীদুল ইসলাম ওরফে তমছের ডাকাতের বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ৩টি দেশি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি, ৩টি রামদা, পুলিশের ব্যবহৃত শার্ট-প্যান্ড, একজোড়া হান্ডকাফ, ৮টি মোবাইল ফোন ও বোমা তৈরিসহ ডাকাতিকাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ডাকাত শহীদুল ইসলামের ছোট বউ রাশিদা খাতুনকে (২২) আটক করা হয়।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ডাকাত ফরিদুলের প্রথম বউ পালিয়ে গেলেও ছোট বউ রাশিদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।