সিরাজগঞ্জের বেলকুচি রান্ধুনীবাড়ী বাজারে দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে সাবেক ইউপি সদস্য সোলায়মান হোসেনকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। তিনি বেলকুচি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, রবিবার রাতে অন্তত ৩০ জনের সশস্ত্র একটি ডাকাত দল রান্ধুনীবাড়ী বাজারের ১৫টি দোকানের মালামাল, নগদ টাকা ও মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার পর ব্যবসায়ী সোহরাব আলী মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেন। ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মুকুন্দগাঁতি বাজারের ক্ষিদ্রমাটিয়া শাখা অগ্রণী ব্যাংকের একটি কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় সোলায়মান হোসেনকে গ্রেফতার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।