সিরাজগঞ্জের তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে একটি তাঁত কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারখানার মালিক মাসুদ রানা জোয়ার্দ্দার জানান, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে কারখানায় আগুনের সুত্রপাত্র হয়। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার ২২টি পাওয়ার লুমের সুতা, ড্রাম, লুঙ্গি, ববিন সুতা, পুন সুতাসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কমর্ীরা ঘটনাস্থলে পেৌছার পুর্বেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মকবুল হোসেন জানান, আমরা পেৌছার পুর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে লোহার তৈরী পাওয়ারলুমগুলো অক্ষত থাকলেও লুঙ্গি ও সুতাগুলো পুড়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।