আমাদের কথা খুঁজে নিন

   

বেলকুচিতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, আহত ৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বেলকুচি উপজেলার আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্র দখলের জন্য নারায়ে তাকবির স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত কর্মীরা।

এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.