সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বেলকুচি উপজেলার আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্র দখলের জন্য নারায়ে তাকবির স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত কর্মীরা।
এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।