আমাদের কথা খুঁজে নিন

   

কৃষিতে আধুনিকায়নের নির্বাচনী ইশ্তেহার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সরকার। কৃষিভিত্তিক শিল্প খাত উন্নয়ন। পুনঃঅর্থায়ন তহবিলে ২০০ কোটি টাকা।



গ্রামাঞ্চলে শিল্পের আওতা বাড়াতে এবং বিদ্যমান শিল্পের বিস্তারে পুনঃঅর্থায়ন তহবিলে আরো ২০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে তহবিলটির আকার দাঁড়াল ৪০০ কোটি টাকায়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পর্ষদ এ তহবিলের অনুমোদন দিয়েছে। বর্তমানে এ তহবিল থেকে বিভিন্ন ব্যাংক ৯০ কোটি টাকা পুনঃঅর্থায়নের চাহিদা দিয়ে রেখেছে। এসএমই বিভাগ তহবিলটি বাড়ানোর প্রস্তাব দিলে পরিচালনা পর্ষদ তা অনুমোদন করে। বর্তমান সরকার এদেশের কৃষক এবং কৃষি খাতকে বরাবরই সুবিধা দেওয়ার ব্যাপারে আগ্রহী। তারই ফলশ্রুতিতে ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকার গত আওয়ামীলীগ সরকার এর কৃষি মন্ত্রী এবং মন্ত্রনালয়কেই মডেল হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমানের এই বর্ধিত ২০০ কোটি টাকা ঋণ কৃষি খাতকে আধুনিকায়নের পথে বিশেষ ভুমিকা রাখবে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.