আমাদের কথা খুঁজে নিন

   

কৃষিতে অবদান বাড়ছে বেসরকারি ব্যাংকের

রাষ্ট্রয়াত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ও বিদেশী মালিকানাধীন ব্যাংকগুলোও কৃষি খাতের উন্নয়নে এগিয়ে আসছে। ফলে আগের তুলনায় বেশি পরিমাণে কৃষিঋন বিতরণ করছে ব্যাংকগুলো। শুধু তাই নয় এ খাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ায় এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় কৃষিঋণ আদায়ও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর আগের তুলনায় বেশি পরিমাণে কৃষিঋণ বিতরণ করলেও এখনও দুটি বিদেশী ব্যাংক এ কাজে এগিয়ে আসছে না। ব্যাংক দুটি হলো-ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কোনো ঋণ বিতরণ করেনি।

এছাড়া বাকি সব বেসরকারি ও বিদেশী ব্যাংক কম-বেশি ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ও সার্কুলার অনুযায়ী বাংলাদেশে কার্যরক সব ব্যাংককেই বাধ্যতা মূলকভাবে কৃষিখাতে ঋণ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রাথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। এ সময়ে কৃষি খাতে দুই হাজার ৮৬১ কোটি ৫৮ লাখ টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা ২০১৩-১৪ অর্থবছরের লক্ষ্যমাত্রার ১৯ দশমিক ৬১ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষিঋণ ৫৬৯ কোটি টাকা বেশি বিতরণ করেছে ব্যাংকগুলো। ২০১২-১৩ অর্থবছরের এ সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল দুই হাজার ২৯২ কোটি ৫২ লাখ টাকা। উল্লেখ্য-চলতি অর্থবছরে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুত্র জানায়, আলোচ্য সময়ে ঋণ আদায়ও বেড়েছে। ব্যাংকগুলো ঋণ আদায় করেছে ১১ হাজার কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ হাজার ২৯০ কোটি ৫৬ লাখ টাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এক হাজার ৬৯৯ কোটি ৪৩ লাখ টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগলো বিতরণ করেছে এক হাজার ১৬২ কোটি ১৫ লাখ টাকা। বরাবরে ঋণ বিতরণের শীর্ষ তালিকায় নাম রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের। এ ব্যাংকটি তিন মাসে বিতরণ করেছে এক হাজার ১১০ কোটি ২৪ লাখ টাকা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

এই ব্যাংকটি বিতরণ করেছে ২৩৭ কোটি ৭৭ লাখ টাকা। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক ১১৩ কোটি ১২ লাখ টাকা আর বেসরকারি খাতের ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বিতরণ করেছে ৩৪২ কোটি ৭৯ লাখ টাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক মাহফুজুর রহমান বলেন, কৃষিখাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে। এজন্য ব্যাংকগুলোর মাঝে দায়বদ্ধতা বেড়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.