নিহত আজাহার আলী (৫০) উপজেলার সন্যাসীরভিটা গ্রামের মৃত আফছর আলীর ছেলে। গত বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পায় পুলিশ।
শুক্রবারই তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করার কথা। তার আগেই সকালে মৃত্যু হয় আজাহারের।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হলে আজাহারকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার ।
তবে নিহতের ছেলে সুরুজ আলী দাবি করেছেন, পুলিশের নির্যাতনে তার বাবার মৃত্যু হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে হৃদরোগের কথা বলছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন সিকদার জানান, ইতোমধ্যে এ ঘটনায় নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
শেরপুরে অবস্থানরত কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীও এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।