আমাদের কথা খুঁজে নিন

   

বুয়া

আমি বাংলার...।

কাল বলেছিলে তোমার পাশে কে কথা বলে ছোট্ট ছেলে না? বলেছিলাম বুয়ার কেউ। আসলেই ছোট্ট ছেলে ওই প্রহরী হয়ে আসে ওর মা’র সাথে। অভাবে তাড়নায় কাজ করে অন্যের সংসারে। দারিদ্রের চাইতে যৌবনের ছাপ আরো স্পষ্ট।

কটিবন্ধ উছলিয়ে বিকশিত যৌবন। প্রতি নি:শ্বাসে ফুলে ফেপেঁ উঠছে জোয়ারের খেলা। অলিঙ্গন করলেও হয়তো কিচ্ছু বলবে না ও। নিভৃত্যের কামনাও এটা। হয়তো- প্রতি নিয়ত এরকম কিছু ঘটে চলছে বুয়ার জীবণে।

ও আমাদের কাজের বুয়া। যার- দারিদ্রের চাইতে যৌবনের ছাপ আরো স্পষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।