আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ানো রোদের বই

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

ছড়ানো রোদের বই -আবু মকসুদ স্বপ্নহননের পরে স্নায়ুর শিথিলতায় চোখ নামাই সকালে স্মৃতির মোহরগুলো গুনি এদিকে ওদিকে ছড়ানো ছিটানো রোদ, টেবিলে ছত্রাকার বই খাতা আঙুলের নিবে লেখা অসমাপ্ত জীবনকাহিনী ক্লান্ত তোষকে হাতড়াই বয়স্ক বাতাস। লাল রঙের বলিষ্ঠ সৈনিক সার্টে দাগ লাগা মনস্তাপে পাড়ি দিলাম সিগারেট ঠাসা ছাইদানি, ধুঁয়া উড়া দুপুরে ধ্বংসের স্পৃহা মহাজগৎ প্লাবিত করেছে, বুকের পাথরে চকমকি ঠুকে আগুন ধরাতে চেয়ে পুড়েছি সময়ের পূর্ণগ্রাসে, তখন তারা আনন্দ ফুলের মালা নিয়ে পাড়া বেড়াতে গেছে বিভ্রান্তি কাল শেষে বিদায় নিয়েছে গাছের শৌর্য তবুও স্মৃতি রোমন্থনে ঘাসের গন্ধ আসে, আগুনের হলকায় ঘোড়া দৌড়ায়, পুনরায় সুযোগ পেলে ডুবে যাওয়া বদ্বীপে ভেসে উঠবে মরিচঝাঁপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।