আমাদের কথা খুঁজে নিন

   

সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে প্রাণবন্ত সংসদ

এ সরকারের শাসনামলকে কলঙ্কিত অধ্যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলের এমপিরা। অন্যদিকে আওয়ামী লীগের এমপিরা বলেছেন, বিরোধী দলের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এভাবেই সরকারি ও বিরোধী দলের এমপিদের  যুক্তিতর্কের মাধ্যমে গতকাল সংসদে শেষ হলো ২০১২-১৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এ আলোচনায় পরস্পর তর্কযুদ্ধে লিপ্ত হলেও উভয় পক্ষের সদস্যদের কেউ অশালীন ভাষা ব্যবহার করেননি। ছিল না আক্রমণাÍক বক্তব্যও।

এ সময় সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদের বৈঠকে ছিলেন না। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ বর্তমান সরকারের শাসনামলকে ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়ে হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ সরকারের সীমাহীন দুর্নীতি, শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি, পদ্মা সেতু, রেলওয়ে  কেলেঙ্কারি ও বিরোধী দলের ওপর আক্রমণ, নির্যাতন, হত্যা, খুন-গুম, রিমান্ড, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। জবাবে আওয়ামী লীগের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, মওদুদ আহমদ একজন জ্ঞানী মানুষ, আমি তাকে শ্রদ্ধা করি। তবে তিনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

ব্যারিস্টার মওদুদ আলোচনার শুরুতেই বিরোধীদলীয় চিফ হুইপের ওপর আক্রমণ, ইলিয়াস আলী ও চৌধুরী আলম গুম, সভা-সমাবেশ করতে না দেওয়া, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস, সংবাদপত্রের কণ্ঠরোধ করার বিষয়গুলো তুলে ধরে বলেন, জানি এসব প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না। এখানে আপনারা সংখ্যায় আমাদের চেয়ে সাত গুণ বেশি, গলার আওয়াজও তাই বেশি। কিন্তু যুক্তিতর্কে, বুদ্ধিতে আপনারা আমাদের সঙ্গে পারবেন না। যুক্তিতর্কে না পেরে কথায় কথায় ব্যক্তিগত আক্রমণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মওদুদ বলেন, শুধু ঢাকায় চার হাজার ৮৮৯ জনকে এক বছরে রিমান্ডে নেওয়া হয়েছে।

সারা দেশে এক বছরে ১৬ হাজার মানুষ হত্যা-খুনের শিকার হয়েছেন। তিনি বলেন, দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে। একদলীয় শাসনের মনমানসিকতা, চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা আপনাদের (সরকারি দল) মধ্যে রয়ে গেছে। ’৭৫ সালের ২৫ জানুয়ারির (বাকশাল গঠন) কথা এ দেশের মানুষ ভুলবে না। আপনারা গণতন্ত্রের কথা বলেন।

গণতন্ত্র আপনাদের মুখে শোভা পায় না। আপনারা এ দেশে একদলীয় স্বৈরাচারী বাকশালি শাসনব্যবস্থা কায়েম করেছেন। আপনারা কোন মুখে গণতন্ত্রের কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে দেওয়া একটি বক্তব্যে সরকার আতঙ্কিত হয়ে গেছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, এক বক্তব্যে এত আতঙ্কিত হয়ে গেছেন। পাঁচটি বক্তব্য দিলে কী করবেন।

ইন্টারপোলের টাকা খরচ করার দরকার নেই। সময় হলে তারেক রহমান নিজেই দেশে ফিরবেন। এর জবাবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ’৭৫ সালে যা করেছিলেন তা একদলীয় শাসন ছিল না। তা ছিল সবাইকে নিয়ে একটি জাতীয় দল গঠন করা। বঙ্গবন্ধু কিন্তু ওই সময় বলেছিলেন এটা ক্ষণস্থায়ী।

মরহুম জিয়াউর রহমানও সেই জাতীয় দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন। মওদুদ সাহেব যা-ই বলুন না কেন উনি লেখার জন্য সত্য কথা লেখেন। আর যেহেতু তিনি একটা দল করেন কাজেই তাকে সেই দলের হয়ে কথা বলতে হয়। বাকশালের নামে একদলীয় শাসন কায়েমসংক্রান্ত মওদুদের বক্তব্যের জবাবে তোফায়েল আরও বলেন, মওদুদ সাহেবের কাছে জানতে চাই একদলীয় শাসনের চেয়ে কি সামরিক শাসন ভালো? তিনি সামরিক স্বৈরশাসনের মধ্যে কাজ করেছেন এ জন্য দোষারোপ করি না। কিন্তু যারা সামরিক শাসনের সমর্থন করেন তাদের মুখে কৃষক-শ্রমিক আওয়ামী লীগের সমালোচনা শোভা পায় না।

তিনি বলেন, মওদুদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিটি অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান ইতিবাচক।
১১ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস : জাতীয় সংসদে চলতি ২০১২-২০১৩ অর্থবছরের ১১ হাজার কোটি ৫৫ লাখ ১১ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। গতকাল জাতীয় সংসদে পাস হওয়া এ বাজেটে কৃষি মন্ত্রণালয়ের সর্বোচ্চ বরাদ্দ প্রায় ৬ হাজার কোটি টাকা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৩’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এবারই প্রথম বিরোধী দলের অংশগ্রহণে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীর ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের অনুক‚লে মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে ওই বিলটি আনা হয়। বিলের ওপর বিরোধীদলীয় সদস্যরা ছাঁটাই প্রস্তাব উত্থাপন করলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। সম্পূরক বাজেটে কৃষি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়।
বঙ্গোপসাগরের সুনির্দিষ্ট সীমাসহ নতুন মানচিত্র পাওয়া যাবে : বাংলাদেশের মূল ভূখণ্ডের মতো বঙ্গোপসাগরেরও সুনির্দিষ্ট সীমাসহ নতুন একটি মানচিত্র পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষিত হবে।

ওই রায়ে ওই অর্জন সম্ভব হবে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়।
বিএনপির মহিলা এমপিদের সতর্ক করলেন স্পিকার : ২০১২-১৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর গতকাল সংসদের বৈঠকে আলোচনায় অংশ নিয়ে একাধিক অশ্লীল ও অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বিএনপির মহিলা এমপিরা। এ সময় স্পিকার তাদের বার বার সতর্ক করে দিয়ে সংসদীয় ভাষায় কথা বলার অনুরোধ জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূরক বাজেট ছাঁটাইয়ের প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে নিলোফার চৌধুরী মণি স্বরাষ্ট্রমন্ত্রীকে মানসিক প্রতিবন্ধী পাগল-ছাগল আখ্যা দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.