ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :(
আমি আগে P3 ব্যাবহার করতাম, এ মাসের শুরু থেকে প্রচুর ডাঊনলোড করেছি। গতকাল আমার ৫ গিগা সিলিং ক্রস করে গ্যালো কীনা জানার জন্য কাস্টোমার কেয়ারে কল দিলাম, বলে ৪.৩ গিগা খতম।
চিন্তা করে দেখলাম ওদের ফেয়ার ইউসেজ পলিসি হল, কোন প্যাকেজে ৫ গিগার বেশী ব্যাবহার করা যাবেনা।
P2 তে সুইচ করলাম।
কাস্টোমার ম্যানেজারের সাথে কথা বলে শিওর হয়ে নিলাম যে ইন্টারনেট প্ল্যান চেঞ্জ করলে আবার কাউন্ট জিরো থেকে শুরু হয় নাকী অই যতটুকু ইউজ করেছি সেখান থেকে শুরু হয়।
বলল জিরো থেকে কাউন্ট হবে।
তাহলে মজা আছে। P3 দিয়ে যখন সিলিং টাচ করে ফেলব তখনি P2 তে চলে আসব।
এখন দিনরাত চব্বিশ ঘন্টা ডাউনলোড করছি, পার আওয়ার ৭০ এমবি হিসেবে ৩-৪ দিন লাগবে ৫ গিগা নামিয়ে ফেলতে [আমি মফস্বলে আছি তাই ভালো স্পীড পাচ্ছি]। তারপর P3 তে গিয়ে আবার শুরু করব।
এবার খরচের পরিসঙ্খ্যানঃ
P2 প্রতিদিন ৩৩ টাকা ৫০ পয়সা হিসেবে চার দিনে প্রায় ১৩০ টাকা।
P3 প্রতিদিন ১১ টাকা ৫০ পয়সা হিসেবে, ৫ গিগা নামাতে লাগছে আট দিন প্রায়, অর্থাৎ প্রায় ৮৮ টাকা।
এখন ডাউনলোড চলছে। আজ দু'দিন হল ডাউনলোড করেই যাচ্ছি সমানে, ঝামেলা হয়নি। দেখা যাক কতদূর নামাতে পারি।
দোয়া রাইখেন ভাইসকল :
শুধুমাত্র পোস্টপেইড সাবস্ক্রাইবার রা এই সুবিধা পাবেন।
প্রিপেইডঅলাদের জন্য বুকে চিনচিনে ব্যাথাযুক্ত সমবেদনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।