জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাত আদায় করা হলো অন্যতম স্তম্ভ। মহান আল্লাহপাক পবিত্র কুরআনে বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো (সূরা বাকারাহঃ৪৩) এভাবে পবিত্র কুরআনের বহু জায়গায় সালাত আদায়ের পাশপাশি যাকাত আদায়ের গুরুত্ব বর্ননা করেছেন বা নির্দেশ দিয়েছেন। পবিত্র হাদীসেও যাকাতের আদায়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।
যাকাত হচ্ছে দুনিয়ায় আমাদের অর্জিত সম্পদের কিয়দাংশ অভাবী, গরীব দূঃখিদের মাঝে বন্টনের আল্লাহ ও রাসূল(সঃ) এর আদেশ। যাকাত আদায় আমাদের সম্পদকে আরো পরিশুদ্ধ করে।
এটা অভাবী, গরীব দূঃখিদের হক অথচ এই যাকাত আদায়ে আমরা কতইনা গড়িমরসি করি।
আমরা বুঝেতেই পারি না আমাদের জন্য এর গুরুত্ব কতটুকু।
আমরা মনে করি দুনিয়ায় আমাদের অর্জিত সম্পদতো আমারই কস্টে ও পরিশ্রমের অর্জন কিন্তু আসলে তা নয়, সমস্ত সম্পদ মহান আল্লাহ পক্ষ হতে আসে ।
আমাদের দেশে দেখা যায় যাকাত আদায়ে অভাবী, গরীব দূঃখিদের মাঝে শাড়ি, লুংগি ও কিছু পরিমান নগদ অর্থ প্রদান করা হয় এবং তা দীর্ঘ সময় লাইন ধরে দাঁড় করিয়ে কষ্টের সহিত দেওয়া হয়।
আবার যা দেওয়া হয় তা একেবারই নিম্নমানের কাপড়।
তারা গরীব বলেই কি তাদের প্রতি এমন উপহাস মূলক দৃষ্টিভংগি।
আমাদেশে দেখা যায় অনেক কাপড়ের দোকানে লিখে রাখা হয়
"এখানে যাকাতের কাপড় পাওয়া যায়" আমার প্রশ্ন যাকাতের কাপড় কি আলাদা হয়.....? সেটা কেমন....? নাকি শাড়ি লুংগিই হলো যাকাতের কাপড়....? হায় কি মানুষিকতা।
অথচ বিত্তশালীরা একটু চেস্টা করলেই এই নিম্নমানের শাড়ি লুংগি বিতরণ না করে কিছু নামাজী অভাবী, গরীব দূঃখিদের বেছে একটি পরিবারকে বেশী পরিমান আর্থিক সাহায্য করতে পারে তাহলে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে আর এতে সমাজ তথা রাস্ট্রে অভাবী বা গরীব লোকের সংখ্যা কমতে পারে কেননা একটি শাড়ি বা লুংগি একটি মানূষকে সাময়িক ভাবে খুশি করতে পারে বা তার প্রয়োজনকে মিটাতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদী সুফল পাওয়া যায় না।
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।