আমাদের কথা খুঁজে নিন

   

রাজউক এর রসিকতা......

ুউউ

অনেক চিন্তা করে, অনেক কষ্ট ক রে রাজউক এর বরাদ্দকৃত প্লট জন্য আবেদন করলাম। মনে আশা উকি দিল, তত্বাবধায়ক সরকার থাকতে থাকতে লটারি হলে কিছু পাইতে পারি, নির্বাচিত সরকার হলে মন্ত্রি সচিব মহাশয়গেনরা সব ভাগ বাটোয়ার করে নিবে। ভোর ৪ ঘটিকা থেকে দাড়িয়ে দুপুর ২ ঘটিকা সময় জমা দিলাম। মনে মনে ভাবলাম যাক যুদ্ধে ত জিতলাম। পরদিন খবর এল সময় বাড়োনো হয়েছে।

মনে মনে ভাবলাম সবাই দিক। দিন গেল ...... টেনশন বাড়তে থাকলো। মনে মনে ভাবলাম রাজউক এর থেকে টাকা পাব কতদিন পরে। দিন গেল, আজ ১৩ জানুয়ারী নিউজ পেলাম আবার সময় বাড়োনো হয়েছে। রাজউক ওয়েব সাইট থেকে কর্মকর্তাদের মোবাইল নং নম্বর পেলাম।

দিলাম ফোন, উনি যা বললেন তা হলো "মাননীয় প্রধানমন্ত্রির আদেশক্রমে এমনটি করা হয়েছে"। রাগ সামলাতে না পেরে বললাম "ফাজলামী করেন "। উনার উত্তর "মিটিং এ আসি"। ফোন কেটে দিলেন। অনেক কষ্ট করে, ঈদ এর খরচ বাচায়ে রাজউক এর বরাদ্দকৃত প্লট জন্য আবেদন করলাম।

মনে আশা উকি দিল, তত্বাবধায়ক সরকার থাকতে থাকতে লটারি হলে কিছু পাইতে পারি, নির্বাচিত সরকার হলে মন্ত্রি সচিব মহাশয়গেনরা সব ভাগ বাটোয়ার করে নিবে। ভোর ৪ ঘটিকা থেকে দাড়িয়ে দুপুর ২ ঘটিকা সময় জমা দিলাম। মনে মনে ভাবলাম যাক যুদ্ধে ত জিতলাম। পরদিন খবর এল সময় বাড়োনো হয়েছে। মনে মনে ভাবলাম সবাই দিক।

দিন গেল ...... টেনশন বাড়তে থাকলো। মনে মনে ভাবলাম রাজউক এর থেকে টাকা পাব কতদিন পরে। দিন গেল, আজ ১৩ জানুয়ারী নিউজ পেলাম আবার সময় বাড়োনো হয়েছে। রাজউক ওয়েব সাইট থেকে কর্মকর্তাদের মোবাইল নং নম্বর পেলাম। দিলাম ফোন, উনি যা বললেন তা হলো "মাননীয় প্রধানমন্ত্রির আদেশক্রমে এমনটি করা হয়েছে"।

রাগ সামলাতে না পেরে বললাম "ফাজলামী করেন "। উনার উত্তর "মিটিং এ আসি"। ফোন কেটে দিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.