আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...
তোমার চোখে মুখে অভিব্যাক্তিতে যতই থাক উচ্ছ্বাস
তোমার রহস্যময় অভিব্যাক্তি তোমারই থাক
বোঝার যা নয় কোনদিন তা রহস্যই হয়ে থাক
প্রথমা, অভিব্যাক্তি আজও প্রশ্নসাপেক্ষ তাই সে কথা আর নয়। ।
আছে তোমার কথা বলার অপূর্ব ক্ষমতা, মুগ্ধ করার কৌশল
আমার অসম্ভব স্বপ্নেরা আর ছিন্নছাড়া কবিতা আমার সম্বল
যোগ্যতার প্রশ্নই নয় তোমার আমার বিস্তর ফারাক
প্রথমা, তোমাকে চাওয়ার স্বপ্ন আমার অসম্ভব হয়ে থাক। ।
আমার লেখা এলোমেলো সব কমেন্ট তোমাকে ফেলেছে বড়ই লজ্জায়
মুছে ফেলা অশোভন তাই রেখে দিয়েছো তোমার অনিচ্ছায়
চাদ উঠেছে আকাশে, বলছি আমি বেস্ট অফ লাক
প্রথমা, কফি বানানো আমার আজও হলোনা শেখা তাই না শেখাই হয়ে থাক।
।
লেখাপড়া করে তুমি বড় কিছু হবে আমি হয়তো তেমন কিছুই নয়
আমার শিক্ষা জানান দিচ্ছে তোমাকে ভুলে যাওয়া আমার সম্ভব নয়
তোমাকে চাওয়ার পিয়াসী আমি তাই মনে বড় প্রত্যয়
প্রথমা, ভালোবাসো না বলেছো এখন এটাই কিন্তু শেষ কথা নয়। ।
তুমি আমায় কড়া নেড়ে গেছো মাথার ভিতর হৃদয়ের দরজায়
মুগ্ধ আমি তোমাকে না খুজে ফেরা আমার উপায় নয়
খুজে চলেছি তোমায় আমি এখন হয়তো আমার কবিতায়
প্রথমা, সময় হলেই আমি আসবো ফিরে ঠিক তোমার দরজায়। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।