আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া প্রথমা



প্রথম যেদিন তোমায় দেখেছি- প্রথম দেখাতে হৃদয়ে তোমার ছবি এঁকেছি প্রিয়া, কাছে কভু পাইনি তোমায় তবু তোমার স্পর্শ ঘিরে রাখে আমায় অচেনা তোমার অচেনা সে মুখ যেন ফুলেতে চেয়ে চিনেছি আবেগের টানে ভালোবাসার দামে সে মুখ আমি কিনেছি। আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি- তুমি আকাশের চন্দ্র-তারা তুমি পাহাড়ের ঝর্নাধারা তুমি গ্রীষ্মের সুবাসিত ফল তুমি বর্ষার থৈ থৈ করা জল তুমি শরতের ঘাসে জমা শিশির তুমি হেমন্তের ফুল ধরা সরিষার শির তুমি শীতের চাদর, আনচান করা মন তুমি বসন্তের ফুল, ফুলে ভরা কানন তুমি জীবন তুমি মরণ তুমি কবিতার উপকরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।