স্বপ্নচারী এক ছাত্র আমি। লেখালেখি হল শখ। অনেক বেশি ভাবি। প্রকাশ করি কম।
অবশেষে লেখা শুরু করতে পারলাম।
ব্লগে ঢুকতে পুরো দু'রাত লেগে গেল। দোষটা অবশ্য আমারই। ইউজারনেম নিয়ে বিভ্রাট আর কি!!!
এটাই যে আমার প্রথম ব্লগ তা কিন্তু নয়। তবেই এবারই প্রথম নিয়মিত হতে যাচ্ছে তা। আগে লিখেছি হাতে গোনা কিছু, কখনও মানুষজনকে কিছু জানাতে হলে, কখনও বা নিজের অব্যক্ত অনুভূতিগুলোর কিছুটা প্রকাশ করতে।
ভাবি অনেক আমি, অগোছালো, অপরিকল্পিত ভাবনা। লেখা দেখলে হয়তো তার প্রমাণ কিছুটা হলেও পাওয়া যায়। তবু তো ভাবি, ইদানীং তো অনেকে ভাবনা চিন্তা ছেড়েই দিয়েছেন।
গত বছর প্রথম ব্লগ লিখেছিলাম আমি। বাসায় নেট ছিল না।
বাসা থেকে লিখে এনে পরে হল থেকে এখানেই পোস্ট করেছিলাম।
ফেব্রুয়ারি ছিল সেটা। বিডি আরের ঘটনা নিয়ে একটা লেখা। ঘটনাটা অনেক নাড়া দিয়েছিল আমাকে। দেবার পর এক বড় ভাই পড়ে বলেছিলেন, "অনেক বেশি সত্যি বলে ফেলেছিস, ঝামেলা হতে পারে।
" তার পরামর্শে পরে তা মুছে ফেলেছিলাম (যতদূর মনে পড়ে) ।
লিখতে আমার ভালই লাগে। কলেজ়ে থাকতে একমাত্র লেখককুঞ্জের সক্রিয় সদস্য ছিলাম। পরবর্তীতে অবশ্য সময়, প্রয়োজন এবং লেখাপড়ার চাপে অভ্যাসটা চাপা পড়ে যায়।
বাইরে পাখি ডাকছে।
সকালের আগমনধ্বনি। বাসার সামনে একটা নারিকেল গাছ আছে। গাছটায় বাসা বেঁধেছে পাখিটা। কিচিরমিচির করছে। শুক্রবার থেকে পাখিটার ডাক আর শুনতে পাব না।
স্বাধীনতা দিবসে পাখিটা হবে বাস্তুচ্যুত। ওরা তো পাখি তেমন কোন সমস্যা নেই ওদের। আবার গিয়ে কোথাও নতুন বাসা বাঁধবে।
গাছটা কেটে ফেলা হবে। সুরম্য অট্টালিকা হবে সেখানে।
পুরনো যে বাড়িটা ছিল সেটা আগেই ভেঙ্গে ফেলা হয়েছে।
বাড়ী ভেঙ্গে ফেলায় আমার অবশ্য লাভই হয়েছে। সকালের আকাশটা দেখতে পাই। এখন দেখছি আর লিখছি। পাশে ঠান্ডা পানির গ্লাস।
অ্যাকাউন্টটা সচল হবার পর নিয়ে এসেছি।
৬টা বেজে গেছে ঘুমাতে যেতে হবে। আমার রাতের শুরু হয়ে গেছে। বিছানায় যেতে না যেতেই বাঁধ ভাংঙ্গা ঘুম নেমে আসবে চোখে। ইদানীং ঘুমের মাঝে স্বপ্ন দেখি না।
সবারই মনে হয় মাঝে মাঝে এমন হয়। স্বপ্ন ছাড়া কিছু সময়। স্বপ্ন আসলে পাখিটার মত। এই এর বাসার পাশে তো একটু পরে ওর বাসার পাশে। উড়ে উড়ে বেড়ায়।
তবু ধরা দেয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।