আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমা, এই আর কি!

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... প্রথমাকে আমি বলি আমার প্রিয় কবি আমার সময়ে সবচেয়ে প্রতিভাধর কবি এমনকি আমার চেয়েও বড় কবি। তখন একদল নিরেট বুদ্ধিমান বলবে তা কিরে হয়? তারা বলবে, আমি এমনি এমনি মহামান্বিত করার চেষ্টা করছি।। আমি বলি তা হবে নাতো কি হবে? দেখাও এমন এক কবিকে যার দৃষ্টিতে কবিতা উৎপন্ন হয় দেখাও, দেখাও, যদি পারো দেখাও, এমন একজনকে? ধরো, তুমি একটা সবুজ ধান গাছ হাতে নিয়ে দাড়িঁয়ে আছো সে কি মনে করে তোমার হাতের দিকে তাকালো আর ওমনিতেই ধান গাছ একটা আস্ত জ্যন্ত কবিতা হয়ে গেলো মেডুলার দৃষ্টি পড়লে যেমন সব পাথর হয়ে যায় ঠিক সে রকম দৃষ্টিতে কবিতা উৎপন্ন হওয়া,একটি ম্যাজিক রিয়ালিজম কবিতা।। তারপর ধরো, ব্ল্যাকবোর্ডে একটা অ্যালজেবরা ম্যাথ করা আছে সে ক্লাসের নোট নিবে বলে বোর্ডের দিকে তাকালো সনেট। ষষ্ঠক –অষ্ঠক নিয়ম মেনে লেখা।। অনেকদিন আগে একবার সে আমার দিকে একটু তাকিয়েছিলো, অবহেলে. তখনও আমি ফুলটাইম কবি না, পার্ট-টাইমেই আছি কিন্তু আমি কবিতা হয়ে গেলাম কবির কবিতা হওয়া, ভিতরে বাহিরে, এই আর কি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।