আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িল ফ্লাইওভার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত কুড়িল ফ্লাইওভার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর এটি যান চলাচলের জন্য উন্মুক্ত হবে। রাজউকের নির্মিতব্য স্যাটেলাইট শহর পূর্বাচলে যাওয়ার নতুন ৩০০ ফুট রাস্তাকে এয়ারপোর্ট রোড এবং প্রগতি সরণিতে সংযুক্ত করে কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। ২০১০ সালের ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার নির্মাণের প্রাক্কলিত ব্যয় ২৫৪ কোটি টাকা ধরা হলেও শেষ পর্যন্ত তা বেড়ে ৩০৬ কোটি টাকায় উন্নীত হয়। রাজউকের নিজস্ব তহবিল থেকে নির্মিত কুড়িল ফ্লাইওভারের উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট ও প্রস্থে ৩০ দশমিক ১৮ ফুট। ২৯২টি পাইল, ৬৮টি পাইল কাপ ও ৬৭টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই ফ্লাইওভার। বহুল প্রত্যাশিত এ ফ্লাইওভার নির্মাণের কারণে উত্তরা, টঙ্গী, গাজীপুর, মিরপুর, বনানী, গুলশান, বারিধারা, রামপুরা ও বনশ্রীর যানজট হ্রাস পাবে। মাত্র ১০ মিনিটের মধ্যে মিরপুরের বাসিন্দারা উত্তরায় এবং গাজীপুর ও উত্তরার বাসিন্দারা ২০ মিনিটের মধ্যে মতিঝিল যেতে পারবেন। রাজউকের তত্ত্বাবধানে ফ্লাইওভারটি নির্মাণ করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তিমালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফ্লাইওভারের লুপ ৪টি। বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এর চারদিকে লুপ রাখা হয়েছে এবং এসব লুপ দিয়ে যানবাহন ফ্লাইওভারে ওঠানামা করতে পারবে। রাজধানীর এ ফ্লাইওভারে কোনো টোল দিতে হবে না। ফ্লাইওভারের নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে চলাচল করার তিনটি সংযোগ সড়ক। রাজধানীর যানজট নিরসনে মহাজোট সরকার যেসব ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয় কুড়িল ফ্লাইওভার তার মধ্যে অন্যতম। আশা করা হচ্ছে, আগামী মাসে বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার চালু করা সম্ভব হবে। এ ফ্লাইওভারটি নির্মিত হলে রাজধানীর যানজট অনেকখানি সহনীয় হয়ে উঠবে। আমাদের মতে, যানজট নিরসনে আরও বেশ কিছু ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ফুটপাত অপদখলমুক্ত করা এবং যানবাহন চলাচলে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সমস্যার সমাধান চাইলে সেদিকেও নজর দিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.