আমাদের কথা খুঁজে নিন

   

অপরাধ জোন- ফ্লাইওভার

রাজধানীর ফ্লাইওভারগুলো মাদকাসক্ত এবং চিহ্নিত অপরাধীদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। ফ্লাইওভারগুলোতে আলোর অভাব থাকায় মাদক গ্রহণের জন্য মাদকাসক্তরা এগুলোকে ব্যবহার করছে। মাদকের অর্থ সংগ্রহে তারা অনেকাংশেই ছিনতাইয়ের ওপর নির্ভরশীল। নির্জন ফ্লাইওভারগুলো এ ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করছে। বনানী-মিরপুর ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে সম্প্রতি মিরপুর যাওয়ার নামে এক ব্যক্তিকে গাড়িতে ওঠায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। তারা অস্ত্র ঠেকিয়ে অসহায় ওই ব্যক্তির পকেট থেকে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয় এবং তা দিয়ে ৪০ হাজার টাকা তুলে নেয়। পরে তাকে কুড়িল ফ্লাইওভারে নিয়ে ফেলে দেওয়া হয়। এর আগে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে এক কলেজছাত্রের মোটরসাইকেল ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা। তার আগে একই ফ্লাইওভারে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাজধানীতে প্রায় প্রতিদিন কোনো না কোনো ফ্লাইওভারে ঘটছে এক বা একাধিক ছিনতাইয়ের ঘটনা। পুলিশি হয়রানির ভয়ে ভুক্তভোগীরা সিংহভাগ ঘটনা থানায় জানান না। রাজধানীর ফ্লাইওভারগুলো অরক্ষিত হয়ে পড়ায় নিরাপত্তার ক্ষেত্রেও সংকট সৃষ্টি হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে ফ্লাইওভার বানানো হলেও এগুলোতে কোনো ল্যাম্পপোস্ট নেই। নেই সিসিটিভি ক্যামেরা। ফ্লাইওভারের নিরাপত্তার জন্য এই অসতর্কতা যেমন হুমকি সৃষ্টি করছে তেমন ক্ষুণ্ন করছে নাগরিক নিরাপত্তা। ফ্লাইওভারগুলোতে লোক চলাচল কম থাকায় প্রকাশ্যে দিনের বেলায়ও ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা হয়। সুযোগ বুঝে ছিনতাইও করে মাদকসেবীরা। কুড়িল ফ্লাইওভার থেকে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক উত্তর) উপকমিশনারের কার্যালয়ের দূরত্ব ৩০০ গজ। খিলক্ষেত থানার দূরত্বও ৫০০ গজের মধ্যে। কিন্তু তারপরও যখন তখন ছিনতাই হচ্ছে এই ফ্লাইওভারে। ফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানোর কথা জরুরি ভিত্তিতে ভাবতে হবে। মাদকাসক্তদের নিয়ন্ত্রণেরও উদ্যোগ নিতে হবে। ফ্লাইওভার নির্মাণ রাজধানীর যানজট সমস্যা সমাধানে কিছুটা হলেও অবদান রাখছে। এগুলো যাতে মাদকাসক্তদের আখড়ায় পরিণত না হয় সেদিকে নজর দেওয়া দরকার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.