পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!
জি হাঁ, ঠিকই পড়েছেন। বিএনপির সংবিধানে একটা ধারা ছিল, যেটায় বলা ছিল যে ১৯৭২ সালের বাংলাদেশ কোলাবেরটরস অর্ডার মোতাবেক যাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল, তারা কোন ভাবেই বিএনপির সদস্যপদ বা নেতৃত্ব পাবেননা। গত মঙ্গলবার এই ধারা রহিত করা হয়।
Click This Link
এখন থেকে এই যুদ্ধাপরাধিরা বিএনপির সদস্য হতে পারবেন, এমনকি সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচনেও দাঁড়াতে পারবেন!
আমাদের দেশের রাজনৈতিক দলগুলো "আইনের গরু, কিতাবে আছে গোয়ালে নেই"--এই কথাটার যথার্থ(!) ব্যবহার করে অহরহই। তাদের নিজেদের সংবিধানই তারা মানেনা অনেকসময়ই।
কিন্তু এই বিজয়ের মাসে যখন দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল তাদের সংবিধান সংশোধন করে যুদ্ধাপরাধীদের আইনি ভাবেই দলে যোগ দেয়ার সুযোগ করে দেয়, তখন মেজাজটা খুব খারাপ হয়, মুখটা ভরে ওঠে একটা তিক্ত স্বাদে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।