যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে যুদ্ধাপরাধীদের বিচারের কেউ এই বলে সমালোচনা করেন যে এটা একটা রাজনৈতিক, পক্ষপাতদুষ্ট প্রহসন। কারণ ৭১ এ মুক্তিযোদ্ধাদের হাতে যেসমস্ত পাকি-সমর্থকরা খুন হয়েছে তাদের বিচার হচ্ছে না। অতপর 'যুদ্ধাপরাধ', 'মানবতার বিরুদ্ধে অপরাধ' ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে এমন একটা অবস্থানে গিয়ে তাদের আলোচনা দাঁড়ায় যার ফলাফল হলো 'অতএব জামাতের, গোলামের বিচার মানেই যুদ্ধাপরাধের বিচার নয়, এটা প্রহসন, ব্লা এন্ড ক্লা। '
এইসমস্ত লোকের আলোচনা খুবই যুক্তিপূর্ণ। এর যুক্তি এতই পূর্ণ যে তার পরে তারা কিন্তু এই প্রশ্নগুলো মনে মনে করে থাকে, কেনো বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে? স্বাধীন হতে না চাইলে মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হতো না।
কোনো বাঙালি খুন হতো না। কোনো পাকি-সমর্থক খুন হতো না। অতপর পাক-প্রমাণ বাংলাদেশের স্বাধীনতাই হচ্ছে যুদ্ধাপরাধের একমাত্র কারণ। ফলে দায়ী এই দেশের মুক্তিকামী প্রতিটা মানুষ - অতএব প্রতিটা বাঙালিকেই ফাঁসি দিতে হবে।
যুদ্ধাপরাধের বিচারকে ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক বলার পেছনের এই অতীব যুক্তিপূর্ণ কথাটা আড়ালে না রেখে বলে ফেলুন প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।