আমাদের কথা খুঁজে নিন

   

ভোটাধিকার ‘হারাচ্ছেন’ যুদ্ধাপরাধীরা

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন) মোশাররফ হোসাইন জানিয়েছেন, আইন সংশোধনের বিষয়টি কমিশনের বৈঠকে উত্থাপনের জন্য এরই মধ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।
ভোটার তালিকা আইনের ১৩ ধারায় নাম কর্তনের বিষয়ের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে এই ধারায়ই দালাল ও যুদ্ধাপরাধীদের বিষয়টি অন্তর্ভুক্ত হবে।  
মোশাররফ বলেন, “ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে এমন কোনো ব্যক্তি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে বা যুদ্ধাপরাধী হিসেবে কোনো জাতীয়/ আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে তার নাম তালিকা থেকে বাদ দেয়া হবে। ”
ইসির আইন শাখার যুগ্ম সচিব এন আই খানও একই তথ্য জানিয়েছেন।


পঞ্চদশ সংবিধান সংশোধনীতেই দালালদের ভোটার হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর গণপ্রতিনিধিত্ব আদেশে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণা করা হয়েছে নির্বাচনে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দণ্ডিত ৪৭ জন দালালকে বাদ দেয়ার জন্য ইতোমধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকল্প অফিসে তাদের নাম পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। রায়ে এ পর্যন্ত ছয় জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধে অভিযোগ প্রমাণিত হয়েছে, যাদের চার জন মৃত্যুদণ্ড পেয়েছেন।


প্রথম রায়ে ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
তৃতীয় রায়ে নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি, ৯ মে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
সর্বশেষে বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির আদেশ আসে। এর আগে সোমবার জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.