আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা মুক্তিযোদ্ধারা এসে শিবির ঠেকাও!

কাকে সমর্থন করলে এসব বন্ধ হবে? কেনো সমাদিত বিষয় উত্থাপন করা? ৭১রে ওরা কি ছিলো? গেয়ান হওয়ার পর থেকে তাঁদেরকে তো দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে দেখিনি! দুর্নীতির অভিযোগ ও অন্যদের তুলনায় তাদের কম। যাদের পেটের দায় নেই তারা বিভিন্ন মোড়ে বিনোদন করছে। আরেক দল মরছে, পুলিশ মারছে। আমার পেটের ধান্ধা আছে। শিবিরকে বলবো, যদি ইমানের এতোই জোর থাকে তবে মোড়ে জাউনা কেনো? আমার গাড়ি ভাঙ্গ কেনো? বিনোদন কারিদের বলবো, তোমরা যখন মুক্তিযোদ্ধা নাম ধারণ করেছো তবে কেনো শুধু পুলিশ মরবে দেশ বাঁচাতে? তোমরা মুক্তিযোদ্ধারা এসে শিবির ঠেকাও! এভাবে নাম ধারণ করে মুক্তিযোদ্ধাদের অপমান করোনা।

ভালোই ছিলাম। চাইনি শহীদ মিনার ভাঙ্গুক। চাইনি আবার রাজাকার খুজক। চাইনি এই সাম্প্রদাইক দাঙ্গা। চাইনি আমার প্রিয় নবি সম্পর্কে এমন কটূক্তি।

তোমরাই হারাম সময়ে জানাযা পড়িয়ে তাকে শহীদ উপাধি দিলে আবার তোমরাই বলছ সে নাস্তিক সে তো তোমাদের কেউনা। রাতারাতি খেতি লাভ করতে তোমরাই তাকে হত্যা করতে পার এই ধারণা অমূলক নয়। থাম, আমবামরাম! দিনমজুরের পিঠে কাঁঠাল ভেঙ্গে খেতে তোদের লজ্জা করেনা? রায় মানিস্না তবে রায়ের জন্য অপেক্ষা করলি কেন? রায়ের আগেই বয়কট করলিনা কেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.