মুক্তিযোদ্ধারা মহিয়ান
মুক্তিযোদ্ধারা বীর্যবান
ওরা স্বাধীন দেশের পতাকা উড়ান । । (৩)
মুক্তিযোদ্ধারা বর্ষীয়ান
সক্ষম হয় রাখেত দেশের যশ-কুল-মান
বাজি রেখে জীবন
ওরা দেশ করে স্বাধীন
স্বাধীন দেশের পতাকা উড়ান । । (২)
সবই ছিল আল্লাহর দান
আল্লাহ মহান, তিনি সহায় হন
মুক্তিযোদ্ধারা তাই স্বাধীনতার পতাকা উড়ান ।
। (২)
মুক্তিযোদ্ধাদের লক্ষ্য ছিলো স্থির
ওরা কর্মে ছিলো নির্ভীক বীর
ওরা ছুড়েছিল নির্ভুল ও তীক্ষ্ণ তীর । । (২)
মুক্তিযোদ্ধারা বীর্যবান, ওরা মহিয়ান
ওরা স্বাধীনতার পতাকা দেশে
আল্লাহর মেহেরবানীতে উড়ান । ।
(৪)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।