আমাদের কথা খুঁজে নিন

   

হীনমন্যতা

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক

হয়ত আমারই কোন ক্ষুদ্র অনুভূতি, হয়ত আমারই কোন অলীক কল্পনা। নিঃসাড়তার মাঝে আমি ভরপুর। পূর্ণতার মাঝে আমি শূন্য। আমারই ভাবার ভুল হয়ত, হয়ত আমারই হীনমন্যতা। আভিজাত্যের, মর্যাদার, বিলাসিতার সমাজে আমি কলঙ্কিত।

পাপ, পঙ্কিলতায় আমি অসূ্যস্পর্শ। আমি অলীক, আমি কুহেলী আমি ক্ষমাপ্রাথী। এ সভ্যতাকে আমি ঘৃণা করি, এ সাজানো নাটকের মঞ্চায়নে আমি নিরব দর্শক। নিয়মের বেড়াজালে আমি বন্দী। ঝর তুফানে যেমন আশ্রয়হীন পাখি, খুজে লয় কোন আশ্রয়।

তেমনি জীবনের অর্থ খুজে পেতে, আমি দিক বিভ্রম। হে সকল মানবাত্মা আমায় ক্ষমা কর, হে শাশ্বত কল্যাণ আমায় ক্ষমা কর। হে সাম্যবাদ আমায় ক্ষমা কর। প্রতিটি নিঃশ্বাসে আজ আমি দুষিত মহাকালের অতলে, আমি ক্ষুদ্র পরমায়ু, আমার বিশ্বাসে আমি অটল। আত্তমগ্নতায় আমি নিথর।

এ বিশাল নাটকের আমি, টিকেটবিহীন দর্শক। পাতানো খেলায়, অসহায় খেলোয়াড় কিন্তু অসীম অন্ধকারে আমি তুলনাহীন। জীবন সোপানে আমার বারবার পদস্খলন। একই কবিতার পুনরাবৃত্তি, সবখানে একই নাটকের পুনঃপ্রচার একই চরিত্রে বারবার অভিনয়। একই কথার গানে, সবার ভিন্ন সুর শাশ্বত কাল ধরে সবার, একই চরিত্রের চিত্রায়ন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.