কাকরাইল থেকে বিশ্ববিদ্যালয় এসএম হলে আসার জন্য ২৫ টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করলাম। তেমন কোন প্রকার যানজট ছাড়াই ৪ টার দিকে হলে চলে আসলাম। রিক্সা থেকে নেমেই ভাড়া দিতেই রিক্সওয়ালা ভাড়া লাগবে না বলে চলে গেল! পিছনে পিছনে গিয়ে দেখি হলের সামনের রাস্তায় বিশ্রাম নিচ্ছে। ভাই ভাড়া নিবেননা? না। কেন? আমি নিবো না।
কেন! আমার ইচ্ছা। ভাই কি আমার ওপর রাগ করছেন? না । তাহলে ভাড়া নিবেনন কেন? আপনারে ভালো লাগছে তাই ভাড়া নিবো না! বাকি টা আমি আর বুঝলাম না। হল থেকে পলাশী চা খেতে গেলাম। ঐখানেও একই অবস্থা।
চা খাওয়ার টাকা নিলো না। কারণ জানতে বললো অনেক দিন পরে আসছেন,তাই টাকা নিবো না। চা খেয়ে ফুটপাত দিয়ে হাটছি,এমন সময় পলাশীর পিঠা বিক্রেতা আবুল ডাকলেন ভাই পিঠা খেয়ে যান। তার আবদার রাখতেই ভাপা পিঠা খেলাম। জোর করে টাকা দিতে গিয়েও দিতে পারলামনা।
আবুল ভাই বললেন, টাকাতো অনেক নিয়েছি..............। ঘটনাগুলো আজ রবিবার ৪ টা থেকে ৬ টার মধ্যে। কেন এমন হচ্ছে জানিনা!..............বিশ্বাস করুন আর নাই করুন আপনার ব্যাপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।