আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ন আহমেদের উপন্যাস থেকে সংগৃহীত কিছু ধাধা (নেট থেকে সংগৃহিত)

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

১ পাকলে খেতে চায় না, কাঁচা খেতে চায় এ কেমন ফল বল তো আমায়। ২ মাইয়া লোকের হাতে নাচে সাত শ মুখ কার আছে? ৩ ভোলা মিয়ার শয়তানি বাইরে লোহা ভিতরে পানি। ৪ আমার একটা পাখি আছে যা দেই সে খায় কিছুতেই মরে না পাখি জলে মরে যায় ৫। ছাই ছাড়া শোয় না লাথি ছাড়া ওঠে না।

৬। কাটলে বাঁচে না কাটলে মরে এমন সুন্দর ফল কোন গাছে ধরে ৭। হেন কোনো গাছ আছে এ ধরায় স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়। ৮। কৈলাটির নানি হাত দিয়া ধরলে পানি।

৯। তিন অক্ষরের নাম তার বৃহৎ বলে গণ্য পেটটা তার কেটে দিলে হয়ে যায় অন্ন। ১০। জলেতে জন্ম তার জলে ঘর_বাড়ি ফকির নহে ওঝা নহে মুখে আছে দাঁড়ি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.