আমাদের কথা খুঁজে নিন

   

তাঁদের বুকেও কেমন রুদ্র ঝরে ?

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

রাস্তার দু'পাশে চন্দ্রমল্লিকার মতো সারি সারি অবাধ্য উচ্ছ্বল সীতার সমাবেশ, কৃষ্ণচূড়ার লাল তাঁদের ঠোটে চালতাফুলের শুভ্রতা শরীরজুড়ে তাঁদের কমনা সিক্ত দৃষ্টি কবি তোমার দিকে তুমি পাশ ফিরে তাকালে না ছুঁয়ে দেখলে না তাদের বুকে কেমন রুদ্র ঝরে । তোমার উস্কখোস্ক চুল বারবার বাতাসে গেছে উরে তাদের দিকে মন্ত্রমুগ্ধ আবেশে ; তুমি ফিরেও তাকালে না । চন্দ্রমল্লিকারা ঢলে পড়ে বিবর্ণ মলিন হয় কৃষ্ণচূড়া আর তোমার চোখে ঝরে পড়া শিউলীতলার সৌন্দর্য গেঁথে থাকে পাহাড়ি প্রজাপতির বাহারি ডানার স্বপ্নের মতো,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.