আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির নেতারাই শেয়ারবাজারের টাকা লুট করেছে: হানিফ

মানবাধিকার কর্মী

ঢাকা, ৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): শেয়ারবাজারের হাজার হাজার কোটি টাকা বিএনপির নেতারাই লুটে নিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শিশু একাডেমিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিশিষ্ট সাংবাদিক পথিক সাহার স্মরণ সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। আমরা সকলকে আশ্বস্ত করতে পারি, তদন্ত করলে দেখা যাবে শেয়ারবাজারের হাজার হাজার কোটি টাকা বিএনপির নেতারাই লুটপাট করেছে। উল্লেখ্য, সম্প্রতি শেয়ারবাজারে ব্যাপক দরপতনের ঘটনায় বিরোধী দল বিএনপি বরাবরই আওয়ামী লীগপন্থি ব্যবসায়ীদেরকে দায়ী করে আসছে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, শেয়ারবাজারে ধসের জন্য বিএনপি নেতারা শুধু সরকারের দোষ দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের দোষ সরকার স্বীকার করে এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্তের মাধ্যমে মূল দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে। এজন্য তিনি বিএনপিসহ দেশের জনগণকে বিভিন্ন তথ্য দিয়ে তদন্ত কমিটিকে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী বিএনপি নেতারাই শেয়ারবাজারে ধসের জন্য দায়ী।

তিনি বলেন, বিএনপি নেতা মোছাদ্দেক হোসেন ফালুর আইএফআইসি ব্যাংক, এম মোরশেদ খানের এবি ব্যাংক, এনসিসি ও আল-আরাফাহ ব্যাংকসহ ৬টি ব্যাংক ও যেসব ব্যক্তির নাম আসছে তারা বিএনপিরই নেতা। এসব ব্যাংকের মালিকও বিএনপির নেতা। হানিফ বলেন, প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, হুমকি-ধমকি দিচ্ছে। তারা ভাবছে তিউনিসিয়ার মতো আমাদেরও হয়তো পালাতে হবে। গণআন্দোলনের মুখে কিভাবে সরকার উৎখাত করতে হয় তা আওয়ামী লীগ জানে, বিএনপি নয়।

হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তিনি বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের কর্মসূচি প্রত্যাহার করলে হরতাল প্রত্যাহার করবেন বললেও এখন তা করছেন না। এখন এ হরতাল কিসের বিরুদ্ধে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের কথা চিন্তা করে হরতাল দিয়ে দেশে যেন কোনো অরাজকতা সৃষ্টি করা না হয় সেজন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। প্রয়াত সাংবাদিক পথিক সাহার স্মরণে হানিফ বলেন, সাংবাদিক জগতের পাশাপাশি রাজনৈতিক জগতেও তার রয়েছে বিস্তৃত পদচারণা।

তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেলিন প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.