আমাদের কথা খুঁজে নিন

   

আরেকজন আশরাফুল মাখলুকাতের গল্প।

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! দেশে ফেরার পর থেকেই দেখছি, পাশের বাসার পিচ্চি দুইটা (ছেলেটার বয়স ৩ আর মেয়েটার ৭) সারাদিন হুট-হাট ধুমধাম বাসায় আসে। দৌড়াদৌড়ি করে, আবার ঠুস করে চলে যায়। বাসায় আমরা ৩ ভাই কেউই থাকিনা। মা একা থাকে, ওদের জ্বালা-যন্ত্রনায় দিন চলে যায়। আজ দুপুরে ভাত খেতে বসছি।

আর টিভি দেখছি। পাশের বাসার পিচ্চিগুলা ঢিস করে বাসায় ঢুকলো। পিচ্চি পোলা টা বললো, ভাইয়া কি খাও ? আমি বললাম, ভাত। তুমি খাবা ? পোলা টা বললো, না। ডিম খাবো।

ডিম দাও। পোলা টাকে ডিম খাইয়ে দিয়ে, মেয়েটাকে বললাম, আপু তুমি খাবে? এমন সময় টিভিতে বলছিলো, "৭ বছরের শিশুকে ধর্ষনে/ধর্ষনের চেষ্টায় দিল্লী উত্তাল। লজ্জ্বায় আর মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না। মেয়েটা বললো, ভাইয়া, ডিম দাও। আমি উঠে চলে এলাম।

মা পিচ্চি দুইটারে বললো, তোমরা এখন বাসায় যাও। ছোটো বেলায় পড়েছি, মানুষ সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.