আমাদের কথা খুঁজে নিন

   

আরেকজন নাস্তিকের গল্প

বিবেক খাটাই

একবার ঈমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের আলোচনা হবে। আলোচনার দিন ও সময় নির্ধারন করা হল। কিন্তু ঈমাম সাহেব নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা পরে গিয়ে ঘটনাস্হলে উপস্হিত হলেন। নাস্তিক বলছেন, ঈমাম সাহেব আমি আপনার সাথে কোনো আলোচনা করব না ,কারন আপনি নির্দিষ্ট সময়ের পরে এসেছেন। ঈমাম সাহেব ক্ষমা চেয়ে বললেন,আমার দেরী হয়েছে ঠিকই,কিন্তু কেন দেরী হল কারনটা তো জিগ্গাসা করবে।

নাস্তিক বলল,আচ্ছা বলেন কেন দেরী হল? ঈমাম সাহেব বললেন,এই জায়গায় আসতে আমার সামনে একটা নদী পড়েছিল,কিন্তু নদী পার হওয়ার কোন ব্যবস্হা আমার কাছে নেই। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম,আমার বুঝি আর যাওয়াই হবেনা। কিন্তু হটাৎ আমি দেখলাম আমার সামনে একটি গাছের বীজ এসে পড়ল। সাথে সাথে বীজ থেকে চারা গাছে পরিনত হল,দেখতে না দেখতেই চারা গাছ থেকে শাখা প্রশাখা বের হওয়া শুরু করল,চোখের পলকেই গাছ বিশাল বটবৃক্ষে পরিনত হল। আবার কোথ্থেকে একটি করাত এসে গাছটিকে কেটে ফেলে দিল,গাছটিকে চিরে তক্তা বানিয়ে ফেলল।

একটি হাতুরী ও পেরেক এসে তক্তা গুলোকে একটি নৌকায় পরিনত করল,নৌকা নদীতে লাফিয়ে পড়ল,আমিও নৌকায় উঠে বসলাম,বিনা মাঝিতে নৌকা চলতে চলতে তোমার কাছে এসে পৌছলাম। এবার নাস্তিক বলল,আমি আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম,কিন্তু যে ঘটনা শুনালেন,আপনার বিবেক আছে বলে তো মনে হয় না। এবার ঈমাম সাহেব বললেন,তোমার সাথে কোনো কিতাব নিয়ে আমি ঝগড়া করব না,একটি দৃষ্টান্তই তোমার জন্য যথেষ্ট। একটি বীজ থেকে যদি এভাবে চারা গাছ না হতে পারে, চারা গাছ বটবৃক্ষ না হতে পারে, বিনা মিস্ত্রীতে গাছ কেটে কাঠ না হতে পারে, নৌকা তৈরী না হতে পারে, বিনা মাঝিতে নৌকা যদি না চলতে পারে , তাহলে তোমার মত এত সুন্দর একটা মানুষ,এ বিশাল সৌরজগৎ,পৃথিবী বিনা স্রষ্টায়,বিনা মিস্ত্রীতে তৈরী হল কেমনে? এবার নাস্তিক বলল,আমার জীবনের ভূল ধরা পড়ল,আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সা। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.