পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
এখন মিশরে ৬ টা বাজে। প্রায় ১৫ লাখ মানুষ একসাথে মাগরিবের জামাত আদায় করছে তাহরীর ময়দানে।
আপনারা সবাই জানেন দীর্ঘ ১০দিন বিক্ষোভের পরও হুসনি মোবারক ক্ষমতা ছাড়তে না চাইলে আজ জুমাতুল রাহিল বা আখেরি জুম্মার ডাক দেয়া হয়। আর তাতে সারা দিতে কায়রোর মুল সেন্টার তাহরীর চত্বরে জমা হয় প্রায় ১৫ লক্ষ সাধারণ জনগণ।
মাগরিবের আজান পর্যন্তও মোবারকের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়া গেলে তারা মোবারকেকে ৮ পর্যন্ত সময় বেধে দেয় এবং বলে, এর মধ্যে ক্ষমতা না ছাড়লে আমরা আমাদের পরবর্তি পদক্ষেপের কথা জানাব।
এখন কায়রোতে ৬টা ৬ বাজে। তার মানে আর মাত্র ২ঘন্টা। অপেক্ষা করুন, দেখি কি হয়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।