আমাদের কথা খুঁজে নিন

   

মোবারকের কথা দেশবাসীর কথা: আওয়ামী লীগ

দলকে এককভাবে সংগঠিত করার উদ্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
১৯ দল ছাড়ার কারণ জানতে চাইলে দলটির সভাপতি শেখ আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো বিরোধের কারণে নয়, দলকে এককভাবে সংগঠিত করতেই ১৯ দলীয় জোটে থাকছি না। ”
সারাদেশে থাকা মওলানা আবদুল খান ভাসানীর অনুসারীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
“আমরা চেষ্টা করে দেখতে চাই, হুজুরের (ভাসানী) আদর্শের লোকজনকে নিয়ে দলটিকে এগিয়ে নেয়া যায় কি না। ”
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব হাসরাত খান ভাসানী, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন মুন্না, সহ-সভাপতি এম আক্তারুজ্জামান, আবদুল হাই সরকার, ম হ ইলিয়াস উপস্থিত ছিলেন।


জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিবাদ জানিয়ে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কয়েকটি সংগঠনের সঙ্গে ন্যাপ ভাসানীও ছিল।

২০১১ সালে ১৮ এপ্রিল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
এরপর চলতি বছরের ৫ জানুয়ারি কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই জোটের যোগ দিলে তা ১৯ দলীয় জোটে পরিণত হয়। এখন দল আবার একটি কমে গেল।
বর্তমানে জোটে থাকা দলগুলো হচ্ছে- বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ লিবারেল পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (কাজী জাফর), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, পিপলস লীগ, জমিয়তে উলামে ইসলাম ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.