দলকে এককভাবে সংগঠিত করার উদ্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
১৯ দল ছাড়ার কারণ জানতে চাইলে দলটির সভাপতি শেখ আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো বিরোধের কারণে নয়, দলকে এককভাবে সংগঠিত করতেই ১৯ দলীয় জোটে থাকছি না। ”
সারাদেশে থাকা মওলানা আবদুল খান ভাসানীর অনুসারীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
“আমরা চেষ্টা করে দেখতে চাই, হুজুরের (ভাসানী) আদর্শের লোকজনকে নিয়ে দলটিকে এগিয়ে নেয়া যায় কি না। ”
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব হাসরাত খান ভাসানী, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন মুন্না, সহ-সভাপতি এম আক্তারুজ্জামান, আবদুল হাই সরকার, ম হ ইলিয়াস উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।