আমাদের কথা খুঁজে নিন

   

মোবারকের সমস্যাটা কি ? আর কতদিন ক্ষমতা দরকার তোমার বাপধন ?

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

বিবিসি,সিএনএন দেখছি আর ভাবছি লোকটা কি নির্বোধ নাকি ক্ষমতার মোহ তাকে অন্ধ করে দিয়েছে ৷ ক্ষমতায়তো আর কম দিন হলে না তারপরও লোকটার খায়েশ মিটল না ? সে কি একবারও এই ভিডিওগুলো দেখে না বা কোনই খবর রাখে না যে বাইরে কি হচ্ছে ? এখনো পর্যন্ত প্রায় ৩০০ লোক মারা গেছে;লোকজন সব রাস্তায় নেমে এসেছে,চিৎকার করছে,স্লোগান দিচ্ছে, জিনিসপত্র লোটপাট করছে,আগুন জ্বালাচ্ছে আর এই লোকটা এখনো গো ধরে বসে আছে সে কিনা তার অফিসে বসে থাকবে সেপ্টেম্বরের ইলেকশন পর্যন্ত ! লোকটা কি জেগে জেগে ঘুমাচ্ছে আর তার সহকারীরা কি তাকে তার সেই সাইকোটিক ড্রিম থেকে জাগানোর প্রয়োজন বোধ করছে না ? যখন বেশিরভাগ লোকই নিজেদের অধিকার,দাবি সম্পর্কে এতটা অনড় তখন এই লোকটার এভাবে ক্ষমতা আকড়ে থাকার হেতুটা কি ? ক্ষমতা,পর্দমর্যাদার জন্য এতো লোকের জীবন এভাবে হুমকির মুখে ঠেলে দিতে হবে ? কেন ক্ষমতাবানরা সবসময় এমন করে তাদের এবং পরিপার্শ্বের সবার জীবন বিপন্নকরে দোজখের রূপ দিয়ে ছাড়ে ? মোবারক বাবা কমতো হলো না আর কতদিন ক্ষমতা চাই তোমার ,আর কত রক্ত ঝরলে,আর কতদিন দেশটা এমনভাবে দোজখ হয়ে থাকলে তোমার ক্ষমতার মোহটা কাটবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.