এই তো কিছুদিন আগেই বন্যায় ভেসে গিয়েছিল কুইসল্যান্ড এর বড় এক অংশ। এক সপ্তাহের ও বেশি সময় ধরে স্থায়ী ছিল। হাজার হাজার ঘর বাড়ি পুরো পুরি ধ্বংশ হয়েছে, যেগুলো ধ্বংশ হয়নি সেগুলো মেরামত করাও অনেক ব্যয় সাদ্ধ ছিল। কারন প্রায় দুই ইঞ্চি পুরু হয়ে কাদার স্তর পড়েছিল ঘরের মেঝ, কারপেট, আসবাবপত্রের উপরে। তার উপর বেশির ভাগ বাড়িই কাঠের।
তবুও সবকিছু উতরে মোটামুটি কুইসল্যান্ডবাসি যখন স্বাভাবিক অবস্থায় ফিরছিল, তখনি আবার আর এক দূর্যোগ। স্থানীয় সময় গতকাল রাত বারটার দিকে আঘাত হানলো সাইক্লোন ইয়াসি। ঝড়ো বাতাসের সাথে আছে ভারি বৃষ্টি। উপকূলে ঝড়ের বেগ ২৯০ কি। মি।
অনেকে ধারনা করছে শহরের প্রায় ৯০% ক্ষতিগ্রস্থ হবে। খবরে দেখলাম বন্যার পানি আবারো কিছু কিছু রাস্তায় ঢুকে পড়েছে। তাহলে কি আবার বন্যায় আক্রান্ত হতে যাচ্ছে কুইন্সল্যান্ডবাসী !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।